বন্যা বিধ্বস্ত তেলঙ্গানায় মৃতের সংখ্যা ছাড়াল ৩০, হায়দরাবাদে ১৫, উদ্ধারে নামল সেনা, এনডিআরএফ
দ্য ওয়াল ব্যুরো: চারদিনের তুমুল বর্ষণে বানভাসি তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বিগত কয়েক বছরে বৃষ্টি, বন্যার এমন ভয়াল রূপ দেখেনি তেলঙ্গানা। বাঁধভাঙা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট। জলের তোড় ভাসিয়ে নিয়ে গেছে মানুষ, গাড়ি, দোকানপাট। যোগাযোগ ব্যবস্থা…