প্যাঙ্গং লেক থাকবে নিয়ন্ত্রণে, লাল ফৌজকে হটাতে আধুনিক ইন্টারসেপটর বোট পাঠাচ্ছে ভারত
দ্য ওয়াল ব্যুরো: প্যাঙ্গং সো রেঞ্জের দখল এখনও ছাড়েনি চিনের লাল ফৌজ। পাহাড়ি হ্রদের জলে এখনও ঘোরাফেরা করছে চিনের খান এগারো ইন্টাসেপটর বোট। উত্তর ও দক্ষিণ প্যাঙ্গংয়ের পাহাড়ি এলাকা দখল নেওয়ার জন্য দিবারাত্র নজর রেখে বসে রয়েছে চিনের বাহিনী।…