ভারতের সীমান্ত বরাবর ছ’শোর বেশি গ্রাম তৈরির ছক আছে চিনের, দুশ্চিন্তা ‘চিকেন’স নেক’ নিয়েও
দ্য ওয়াল ব্যুরো: সম্মুখ সমরে ভারতীয় সেনাকে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। তাই এবার উল্টো চাল খেলছে চিন। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, একদিকে সীমান্তে অশান্তি জিইয়ে রেখেছে, অন্যদিকে ভারত-চিন-ভুটান সীমান্ত বরাবর একের পর এক জনপদ তৈরির কাজে নেমেছে…