৫৪ শতাংশ মেয়ে প্রতিনিয়ত বিনা অপরাধেই অপমানের শিকার হচ্ছেন স্যোশাল মিডিয়ায়
দ্য ওয়াল ব্যুরো: আমরা মেয়েরা যে বয়েসেরই হই না কেন, প্রত্যেকেই কোন না কোন সময়ে অপমান অবমাননার শিকার হয়েছি। কখনও প্রিয়জনের কাছ থেকে , কখনও বা আত্মীয় স্বজনের কাছ থেকে, আবার কখনও বন্ধু বান্ধবদের থেকে। কিছু কিছু অপমানের দাগ তো সারাজীবন…