আইপিএলের নিলাম কাল, বাড়ছে উত্তেজনা, ৫৩ কোটি নিয়ে আসরে নামছে প্রীতির পাঞ্জাব
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের নিলামের আগে সব ফ্রাঞ্চাইজি দলগুলিই প্রস্তুত। রাত পোহালেই বৃহস্পতিবার দুপুরে চেন্নাইতে বসবে নিলামের আসর। কার দর বেশি থাকবে, কেই বা দিনের নায়ক, কাকে নিয়ে দড়ি টানাটানি বেশি হবে, তার কৌতূহল নিরসন হবে কাল বিকেলের…