দুরন্ত খেলেও হার ইস্টবেঙ্গলের, লাল-হলুদকে হারিয়ে লিগ শীর্ষেই মুম্বই
দ্য ওয়াল ব্যুরো: খেলল ইস্টবেঙ্গল, ম্যাচ জিতল মুম্বই সিটি এফসি। গোয়ার তিলক ময়দানে ৯০ মিনিটের খেলার পরে এটাই বলা যায়। বল পজিশন থেকে শুরু করে গোলে শট সব বেশি লাল-হলুদ ব্রিগেডের। কিন্তু গোলটাই যা এল না। অন্যদিকে প্রথমার্ধে মোর্তাদা ফলের হেড…