রাতের ভিয়েনায় হত্যালীলার দায় নিল ইসলামিক স্টেট, পাকড়াও আরও ১৪ জিহাদি
দ্য ওয়াল ব্যুরো: কালাশনিকভ নিয়ে ভিয়েনার রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাচ্ছইল বছর কুড়ির কুজটিম ফেজুলাই। ইসলামিক স্টেটের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার আগে অবধি অন্তত চারজনকে হত্যা করেছে কুজটিম। গুলিতে জখম বহু মানুষ।…