নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করলেন মমতা, ব্যক্তিগত সৌজন্যে আগেও কার্পণ্য করেননি তিনি
দ্য ওয়াল ব্যুরো: তাঁর কলকাতা সফর ঘিরে কম ধুন্ধুমার হল! কনভয়ে ইটের ঘা, লাঠির বাড়ি—হই হই কাণ্ড। বিজেপি নেতাদের কারও লিগামেন্ট ছিঁঁড়ে গেছে তো কারও আঙুলে ফ্র্যাকচার। আবার সে ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেই পাল্টা দোষারোপ করতে গিয়ে…