লেহ জম্মু-কাশ্মীরের অংশ! অবস্থান বিতর্কে টুইটারকে ৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অবস্থান বিতর্কে জড়াল টুইটার। এবার লেহকে জম্মু-কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে। আর তাতেই চটেছে কেন্দ্র। লাদাখের হেড কোয়ার্টারকে কী ভাবে জম্মু-কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে তার জন্য টুইটার কর্তৃপক্ষকে জবাব…