পাতকুয়ো থেকে তুলে মায়ের কাছে ফেরত হস্তিশাবককে, লালগড়ের সখীশোলে
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রাতের অন্ধকারে দলের সঙ্গে খাবারের সন্ধানে এসে পাতকুয়োয় পড়ল হস্তিশাবক। তাকে উদ্ধারের ঢের চেষ্টা করে রণে ভঙ্গ দেয় হাতির পাল। পরে বন দফতর হাতির দলকে সরিয়ে জেসিবি দিয়ে দড়ি বেঁধে পাত কুয়ো থেকে উদ্ধার করে ওই…