গোয়ালে বসে পড়াশোনা, তাতেই প্রথম চেষ্টায় বিচারক হলেন রাজস্থানের সোনাল
দ্য ওয়াল ব্যুরো: গোয়াল ঘরে বসেই সারাদিন দিন কাটত উদয়পুরের সোনাল শর্মার। গোয়াল ঘরে গোবরের গন্ধ, গরুর ডাক কোনওটাই সোনালকে বিব্রত করত না। সেখানেই এককোণায় বসে মন দিয়ে পড়াশোনা করে যেতেন সোনাল। জুডিসিয়ারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন…