‘ভারত মাতা কি জয়’, মুখে স্লোগান, হাতে তেরঙ্গা, হাড়হিম ঠান্ডায় লাদাখে প্যারেড আইটিবিপি জওয়ানদের
দ্য ওয়াল ব্যুরো: বরফে ঢাকা দুর্গম পাহাড়ি উপত্যকা, হাড়হিম ঠান্ডা, শত্রুসেনার আস্ফালন—কোনও কিছুই দমাতে পারেনি লাদাখে সীমান্ত আগলে থাকা আইটিবিপি জওয়ানদের। প্রজাতন্ত্র দিবসের সকালে বরফে মোড়া পাহাড়ি উপত্যকাতেই প্যারেড করলেন জওয়ানরা। তেরঙ্গা…