জাল রেমডেসিভির বিক্রির চেষ্টা, মধ্যপ্রদেশে ধরা পড়ল ওষুধ ব্যবসায়ী
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে সংক্রমনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা প্রতিষেধক রেমডেসিভিরের চাহিদা। ভ্যাকসিনের আকালের মধ্যেই গতকাল মধ্যপ্রদেশের ইনদওর শহরে নকল রেমডেসিভির বেচতে গিয়ে ধরা পড়ল এক ব্যাক্তি। জানা যায়, তার ১৬টি বাক্সের…