গান্ধীর ব্রহ্মচর্যের সিদ্ধান্তে ভয়ানক চটেছিলেন কস্তুরবা
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ বছর বয়সে 'হাত পিলে' হয় তাঁর। বর তাঁর থেকে বছরখানেকের ছোটো। গুজরাটের উপকূলের শহর পোরবন্দরে বেড়ে ওঠা বছর ১৪র কিশোরী, বিয়ের কতটুকুই বা বোঝে সে। নতুন জামা পড়া, মিষ্টি খাওয়া, আর 'বর' নামক প্রায় সমবয়সী এক কিশোরের সঙ্গে…