মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়: যেন মস্ত এক জানলা দিয়ে বিশ্বসাহিত্যের আলো মেখেছে বাঙালি
সমর্পিতা ঘটক
তিনি কাল চলে গেলেন করোনায় সংক্রামিত হয়ে। তাঁর কথা আজ সর্বত্র আলোচিত। কিন্তু, তাঁর কোন ভূমিকাটার কথা বলব? একাধারে কবি, অধ্যাপক, প্রাবন্ধিক, অনুবাদক, কথাসাহিত্যিক! তিনি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সব ভূমিকার কথা বিস্তারিত আলোচনার…