জঙ্গলমহলের জার্নাল: বাংলার সংস্কৃতিতে ব্রাত্য আদিবাসীদের নববর্ষ
মারাংবুরু মাহাত: শুক্রবার পয়লা বৈশাখ বা ১ জানুয়ারি ছিল না। কিন্তু তাও বাংলার প্রান্তপদে পালিত হল নববর্ষ। ঢাকে, মাদলে, নতুন সাজের বাহারে, পুজোর আদিম আড়ম্বরে আহ্বান করা হল নতুন বছরকে। আলো আঁধারির জঙ্গলমহলের বন, পাহাড়ের মানুষদের কাছে ১মাঘই…