ভরা গ্যালারিতে ম্যাচ করা যাবে, সরকারের ঘোষণায় চেন্নাই টেস্ট সরগরম
দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্ক ভুলে কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা, মাঠে একশো শতাংশ দর্শক নিয়েই খেলা সংগঠন করতে অসুবিধে নেই। কেন্দ্র ও যুবকল্যাণ মন্ত্রকের এই ঘোষণার পরে চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সরগরম হতে চলেছে।
প্রথমে বলা…