২৫৮ কিলোমিটার হাইওয়েতে বানাতে কাটতে হবে অন্তত ১ লক্ষ গাছ! ফের শিরোনামে মহারাষ্ট্র
দ্য ওয়াল ব্যুরো: বুলেট ট্রেনের পর এ বার হাইওয়ে। রাস্তা নির্মাণের জন্য এ বার নাকি কেটে সাফ করা হবে ১ লক্ষ গাছ। আবারও সেই মহারাষ্ট্রেই। যে এলাকায় তীব্র জলকষ্টে ভুগছেন বাসিন্দারা। জলের অভাবে চাষের জমি হয়েছে ফুটিফাটা।
মুম্বই থেকে নাগপুর…