মানুষের দিকে ফুল ছুড়বেন নাড্ডা, আনা হল তিনটন গাঁদা, গোলাপের সাত হাজার পাপড়ি
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাঁদা ফুল আনা হল তিনটন। আর গোলাপের পাঁপড়ি সাতহাজার। আগামীকাল বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানাতে এমনই প্রস্তুতি নিয়েছেন বিজেপি কর্মীরা।
গত দু’দিন ধরে বর্ধমানকে সাজাতে মাঠে নেমে পড়েছেন…