‘নীল রঙে মিশে গেছে লাল’, আকাশ রঙা স্তর জমেছে মঙ্গলের পিঠে, কী আছে ওখানে
দ্য ওয়াল ব্যুরো: লাল পাথুরে মাটির ওপরে পরতে পরতে আকাশ রঙা স্তর জমেছে। ঠিক যেন লালে-নীলে মিলমিশ হয়ে গেছে। রক্তরঙা মঙ্গলের পিঠের এই নীল এলাকাই এখন নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। গতকাল, রবিবার মঙ্গলে হেলিকপ্টার ওড়ার কথা ছিল। কিন্তু নানা কারণে…