অবসাদে আত্মহত্যা করতে পারেন নীরব মোদী, ভারতের জেলে থাকা খুবই কষ্টকর! সওয়াল তাঁর আইনজীবীর
দ্য ওয়াল ব্যুরো: ১১ হাজার ৩০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ নিয়ে দেশছাড়া তিনি। খোঁজ মিললেও ফেরানো যায়নি দেশে। ব্রিটেনের আদালতে প্রত্যর্পণের চলছে তাঁর। তিনি নীরব মোদী, মুম্বইয়ের প্রাক্তন ধনকুবের। হিরের ব্যবসা করে মাত্র ৪৬ বছর বয়সে ফোর্বসের ৫৭…