মঙ্গলের আকাশে রামধনু! আশ্চর্য ব্যাপার, ছবি দেখাল নাসার রোভার
দ্য ওয়াল ব্যুরো: আকাশজুড়ে রামধনু উঠেছে কি? সাত রঙের বর্ণালী আধখানা চাঁদের মতো ভেসে আছে আকাশে?
এ আকাশ কিন্তু পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের। কাজেই মঙ্গলের আকাশে সাতরঙের ছটা দেখা দিয়েছে তা বিশ্বাসই করতে পারছেন না বিজ্ঞানীরা। এদিকে নাসার রোভার…