লাদাখের দেপসাং-হট স্প্রিং-গোগরায় কেন নজর চিনের, সেনা-অস্ত্রশস্ত্র মজুতের চেষ্টা চালাচ্ছে লাল ফৌজ
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের প্যাঙ্গং রেঞ্জ থেকেই কিছুটা সেনা পিছিয়েছে (ডিসএনগেজমেন্ট)চিন। তাই বলে গোটা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের ফৌজ তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা ছেড়ে নিশ্চুপে চলে গেছে তেমনটা একেবারেই নয়। ভারতীয় প্রতিরক্ষা…