নদী বাঁচাতে ৫ হাজার কিলোমিটার অভিনব পরিক্রমা! ‘অতুল্য গঙ্গা মিশন’ নিয়ে উৎসাহী পরিবেশ মহল
দ্য ওয়াল ব্যুরো: নদীমাতৃক সভ্যতায় নদীর গুরুত্ব যে অপরিসীম, সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তা যদি হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের বুক চিরে বয়ে যাওয়া সুবিশাল নদী, তবে তা যে কত লক্ষ লক্ষ মানুষের জিয়নকাঠি হয়ে ওঠে,…