করোনার জের টেনে বইমেলা বন্ধ করে দেওয়া কি ঠিক হল
রাজদীপ রায়
একবার পুড়ে গিয়েছিল সে। তবুও সে ফুরিয়ে যায়নি। ছেঁড়া পাতার স্তূপের মধ্যে থেকেই উড্ডীন হয়েছিল তার দগ্ধ ডানা। বাঙালির আবেগের কাছে, আকাঙ্ক্ষার কাছে, বাণিজ্যের কাছে তাকে ফিরে আসতেই হয়েছে অক্ষর হয়ে, অস্তিত্ব হয়ে।
কিন্তু এ-বছরটা…