মার্কিন সংসদ তো নয়, যেন সেনা ছাউনি, ট্রাম্পের ইমপিচমেন্টকে ঘিরে ক্যাপিটলের এ কী অবস্থা
দ্য ওয়াল ব্যুরো: হঠাত্ দেখলে মনে হবে বাংলায় যেন বিধানসভা ভোট হচ্ছে। হাওড়া স্টেশনের বড় ঘড়ির নীচের বিরাট চাতালে রাত্রি বেলা শুয়ে রয়েছেন শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকালের ট্রেনেই হয়তো বীরভূম বা পূর্ব বর্ধমানের দিকে রওনা দেবেন।…