হাইকোর্টের রায়ে কি হতাশ, মণ্ডপে দর্শকের প্রবেশ বন্ধ নিয়ে কী বলছে টালা প্রত্যয়, সুরুচি, শ্রীভূমি
দ্য ওয়াল ব্যুরোঃ প্রতি বছর এই দুর্গাপজো ঘিরে একটা প্রচ্ছন্ন লড়াই থাকে কলকাতার বড় পুজো কমিটিগুলির মধ্যে। কোন প্যান্ডেলে কত ভিড় হল, রীতিমতো হিসাব করা হয় তা। সাবেকি বনাম থিমের লড়াইতে মাতেন রাজ্যের পোড়খাওয়া রাজনীতিকরাও। কিন্তু এবার করোনা আবহে…