পাকিস্তান থেকে ১৫০ ফুট সুড়ঙ্গের ভেতর দিয়ে ভারতে ঢুকেছিল জঙ্গিরা, সঙ্গে চিনের তৈরি অস্ত্রশস্ত্র
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের জইশ শিবির থেকে প্রায় ১৫০ ফুট লম্বা টানেল চলে এসেছে নিয়ন্ত্রণরেখার এ পারে। এই সুড়ঙ্গ ধরে হামাগুড়ি দিয়েই উপত্যকায় ঢুকছে জঙ্গিরা। নাগরোটা এনকাউন্টারে যে চার জইশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা, তারাও এসেছিল এই পথ…