জ্ঞান হারিয়ে রাস্তার ধারে লুটিয়ে পড়লেন মহিলা, প্রাণ বাঁচাল পোষা কুকুর
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের ঘটনা। কানাডার ওটাওয়ায় রোদঝলমলে সকাল। বাড়ির পোষা কুকুরটিকে নিয়ে রোজকার মতোই হাঁটতে বেরিয়েছিলেন হ্যালে মুর। কিন্তু এরপরেই বিপত্তি। হঠাৎ করে খিঁচুনি আর তারপর মাথা ঘুরে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুর।
সাতসকালে…