বাঁদরের ১ কোটি বছরের পুরনো দাঁত পাওয়া গেল উত্তরাখণ্ডে, নতুন প্রজাতির সন্ধানে বিজ্ঞানীরা
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে গিবন প্রজাতির বাঁদরদের পূর্বপুরুষ। লম্বা হাত-পা। প্রায় মানুষের মতো। একসময় নরবানর বলে যাদের নিয়ে হইচই হত, সেই প্রজাতিরই প্রাচীন এক সদস্যের দাঁত উদ্ধার হল উত্তরাখণ্ডের রামনগরে। প্রাণীবিদরা বলছেন, এই দাঁতের বয়স কম…