তাক লাগালেন নদিয়ার সহেলি, ৩ লাখের বেশি দেশলাই কাঠি দিয়ে তাজমহলের ছবি তৈরি তরুণীর
দ্য ওয়াল ব্যুরোঃ তাজমহলের একটা সুন্দর ছবি। দেখলে এক ঝলকে মনে হবে কোনও নামকরা শিল্পী অনেক যত্ন নিয়ে এঁকেছেন সেটি। নিখুঁত এই ছবির খুব কাছে গিয়ে লক্ষ্য করলে অবশ্য বোঝা যাবে, ছবিটি আঁকা নয়, তৈরি করা। শুধুমাত্র দেশলাই কাঠি দিয়েই বানানো হয়েছে…