করিনা ফের পুত্রসন্তানের জন্ম দিলেন, ভাই এল তৈমুরের কাছে
দ্য ওয়াল ব্যুরো: ফের পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। ইব্রাহিম, তৈমুরের পরে এবার তৃতীয় ছেলের বাবা হলেন সইফ আলি খান। রবিবারই এই খুশির খবর দেওয়া হয় নবাব পরিবারের তরফে।
রবিবার সকালে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি…