দু’বেলা দু’রকম রিপোর্ট, সাইনার করোনা নিয়ে তুমুল রহস্য, অবশেষে তিনি নামছেন টুর্নামেন্টে
দ্য ওয়াল ব্যুরো: দুই বেলা দু’রকম রিপোর্ট। সকালে সাইনা নেহওয়ালের ক্ষেত্রে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। বেলাও গড়াল না, সেই হাসপাতালই জানাল, তাঁর রিপোর্ট নেগেটিভ। তাঁর টুর্নামেন্ট খেলতে সমস্যা হবে না। তিনি নামতে পারেন প্রথম রাউন্ডের ম্যাচে। যে…