জিএসটি সংগ্রহ বেড়েছে, আসছে ভ্যাকসিনও, নতুন বছরে সেনসেক্স ছুঁল ৪৮ হাজারের ঘর
দ্য ওয়াল ব্যুরো : গত বছরের শেষ থেকেই ফের ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছিল বিদেশি ফান্ড। সেই প্রবণতা বজায় আছে নতুন বছরেও। ইতিহাসে প্রথমবার ৪৮ হাজারের ঘর ছাড়িয়েছে সেনসেক্স। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৪৮ হাজার ১৭৭-এর ঘরে। এর…