‘গরিব, নিঃস্ব, চোর, মাতালের রোল দিয়ে গেলাম বাঙালি জাতিকে, আমি কী পেলাম?’
শুভদীপ বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জ পাড়ার অন্যতম ব্রাত্য এক অভিনেতা তিনি। একসময় সিনেমা থেকে টেলিভিশনের পর্দায় রোজকার চেনামুখের অভিনেতা ছিলেন তিনি। কিন্তু ফিল্ম জগত ও দর্শকরা তাঁর অভিনয় প্রতিভা নিয়ে ভাবেইনি কখনও! কোনও স্বীকৃতিই পাননি তিনি। পাননি…