‘গরমের পোশাকে’ হাজির শ্রীলেখা, নীতিপুলিশদের ঠুকে চিনিয়ে দিলেন ‘নিজের রং’
দ্য ওয়াল ব্যুরো: বারবার খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। ঠোঁটকাটা সাহসী বক্তব্যের জন্য যেমন তাঁকে সকলে চেনেন, তেমনই তাঁর পশু প্রেমও সকলের কাছে পরিচিত। তিনি শ্রীলেখা মিত্র। সিনেমার নেপোটিজম থেকে রাজনীতির ময়দানের সর্বত্র তাঁর অগাধ বিচরণ।…