‘তেজস্বী আমার বন্ধুর ছেলে, তাই কিছু বলছি না’, বিধানসভায় মেজাজ হারালেন নীতীশ
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিধানসভায় আরজেডি বিধায়ক তেজস্বী যাদব বলেছিলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। সেকথা শুনে মেজাজ হারালেন নীতীশ। তিনি বলেন, "তেজস্বী বাজে কথা বলছে। সে মিথ্যা বলছে।" পরে তিনি আরজেডি প্রধান…