একসঙ্গে বেজে ওঠে শাঁখ, আরতির ঘণ্টা বাজে প্রায় পাঁচশো মন্দিরে, বাংলার বিস্ময় সিউড়ির ‘মন্দির নগরী’…
চৈতালী চক্রবর্তী
গোধূলির মরচে ধরা আলো তখনও ফুরিয়ে যায়নি। ধীরে ধীরে তাতে সন্ধের আঁচ লেগেছে। গ্রামের পথে পা দিয়েই থমকে গেলেন ভিন রাজ্যের কয়েকজন পথিক। গোটা গ্রাম যেন সন্ধ্যা-আরতিতে মেতে উঠেছে। একসঙ্গে বেজে উঠেছে কয়েকশো শাঁখ। কাঁসর, ঘণ্টার…