ভারতে প্রথম ‘এয়ার ট্যাক্সি’ চালু হল চণ্ডীগড়ে, এবার উড়তে উড়তেই পৌঁছে যান গন্তব্যে
দ্য ওয়াল ব্যুরো: আর ট্রাফিকে ফাঁসার চিন্তা নেই। এ বার অফিসে যেতে পারেন হাওয়ায় ভাসতে ভাসতে। মেঘের কোলে রূপকথার উড়ানের মতোই আপনাকে ঘড়ির কাঁটা ধরে গন্তব্যে পৌঁছে দেবে এই উড়ন্ত ট্যাক্সি থুরি এয়ার ট্যাক্সি। ভারতে প্রথম এমন এয়ার ট্যাক্সি চালু…