ভারতে প্রথম টিকা নিলেন শতায়ু বৃদ্ধা, পায়ে হেঁটে গিয়ে ডোজ নিয়েছেন শশীকলা
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন, আমেরিকায় টিকাকরণ শুরু হওয়ার পরে খবর আসছিল ৯৯ বছর বা ১০০ বছরের বৃদ্ধ-বৃদ্ধারা টিকা নিচ্ছেন। ভারতে এতদিনে প্রবীণদের টিকাকরণ শুরু হয়েছে। আর শুরুর দিনকয়েকের মধ্যেই নজির গড়েছেন একশো বছর বয়সী শশীকলা জোশী। টিকার ইঞ্জেকশন…