মাঝ-মাঘে শীতের কামড়, কনকনে উত্তুরে হাওয়া-কুয়াশার দাপট থাকবে আরও কিছুদিন
দ্য ওয়াল ব্যুরো: মাঘের শীত নাকি ‘বাঘা’ শীত। কিন্তু গত কয়েক বছরে মাঘে শীতের তেমন প্রকোপ বোঝা যায়নি। এ বছরেও তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। সকাল থেকে কনকনে উত্তুরে হাওয়ায় কমবেশি শিরশিরানি মালুম হচ্ছে ঠিকই, তবে শীতের দাপট আর সেভাবে ফিরবে না বলেই…