দিবসজুড়ে পার্কসার্কাস-শাহিনবাগের আঙিনায় খোদাই করি সংখ্যালঘুর নারীবাদ
সুমনা রহমান চৌধূরী
২০২০ সালে ভারতবর্ষের একজন বাসিন্দা, ধর্মসূত্রে এবং লিঙ্গসূত্রে সংখ্যালঘুদের থেকেও চূড়ান্ত নীচে যার অবস্থান, নারীদিবস নিয়ে সে ঠিক কী লিখতে পারে! যদি মানুষ হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে সে তার অধিকার চাইতে যায়, দেশজোড়া…