এক বছর বাদে স্বাভাবিক অবস্থায় ফিরল করোনার উৎসস্থল উহান
দ্য ওয়াল ব্যুরো : এক বছরের কিছু বেশি আগে রাত দু'টোয় স্মার্টফোনে এসেছিল বার্তা। উহানের মানুষ জানতে পেরেছিলেন, তাঁদের শহরে লকডাউন জারি হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সেই প্রথম লকডাউন জারি হয়েছিল বিশ্বে। মোট ৭৬ দিন থমকে গিয়েছিল উহানের জনজীবন।…