চিনের উপর রেগে কোরিয়ার কিমের ছবি পোড়াল আসানসোলের বিজেপি
দ্য ওয়াল ব্যুরো: কোথায় আসানসোল, কোথায় বেজিং আর কোথায় পিয়ংইয়ং! চিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে ইতিহাস-ভূগোল মিলিয়ে ফেলল বিজেপি।
লাদাখে চিনা হামলায় ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় ফুঁসছে দেশ। চারিদিকে বিক্ষোভ। চিনা পণ্য বয়কটের ডাক ক্রমশ…