উইকেন্ডে বেড়ানোর প্ল্যান করছেন? রইল জেলার কিছু হোম স্টের হদিশ
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, পায়ের তলায় সর্ষে। সপ্তাহান্তে কয়েক দিনের অবসর কিংবা বছরের কোনও সময়ে লম্বা কয়েক দিনের ছুটি মিললেই ভ্রমণপিপাসু বাঙালির মন চায় ব্যাগ গুছিয়ে কোথাও বেরিয়ে পড়তে। তবে চিরাচরিত দিঘা, পুরী কিংবা দার্জিলিঙের বাইরেও এখন…