
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আমেরিকা, প্রক্রিয়া শুরু ট্রাম্প প্রশাসনের
আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণ প্রথম থেকেই চরমে ওঠে। সেই মে মাস থেকেই ট্রাম্প বলে আসছেন, হু আসলে ‘চিনের দালাল এবং হাতের পুতুল’। সঠিক সময়ে হু সতর্ক না করার জন্যই বিশ্বজুড়ে এই মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব স্বাস্থ্যে সংস্থা (হু) চিনের হাতের পুতুল। আমারিকায় করোনা প্রকোপ বড় আকার নেওয়ার পর থেকেই এমন অভিযোগ তুলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হু-কে আর্থিক ভাবে সাহায্য সবচেয়ে বেশি করে আমেরিকাই। সেই সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। তবে এবার আর কোনও টালবাহানা নয়। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। আর মঙ্গলবার সরকারের তরফে মার্কিন কংগ্রেসে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
কোভিড ১৯ ড্রাগ রেমডেসিভিরের কালোবাজারির আশঙ্কা, কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় এজেন্সির
আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণ প্রথম থেকেই চরমে ওঠে। সেই মে মাস থেকেই ট্রাম্প বলে আসছেন, হু আসলে ‘চিনের দালাল এবং হাতের পুতুল’। সঠিক সময়ে হু সতর্ক না করার জন্যই বিশ্বজুড়ে এই মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, হু-এর নিয়ন্ত্রণ পুরোপুরি চিনের হাতে চলে গিয়েছে। করোনা রোখার ক্ষেত্রে কিংবা করোনা মহামারীর আকার নেওয়ার পরের পরিস্থিতিতে যে সংস্কারের প্রয়োজন ছিল, তা করে উঠতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা হু-কে যে সব অতি প্রয়োজনীয় সংস্কার করতে বলেছিলাম, সেগুলো ওরা করতে পারেনি। সেই কারণেই হু-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চাই।” ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণা মতোই মঙ্গলবার থেকে মার্কিন প্রশাসন হু থেকে বেরনোর প্রক্রিয়া শুরু করেছে। এই পরিস্থিতিতে আমেরিকার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাবমূর্তিতে বড় ধাক্কা হয়ে উঠবে।
বিতর্কিত এই সিদ্ধান্তের জন্য সমালোচিতও হতে হয়েছে ট্রাম্পকে। দেশে কিংবা বিদেশে সমালোচিত হয়েছেন তিনি। এনিয়ে খোদ রাষ্ট্রসংঘের মহাসচিব তাঁকে রাজনীতি ভুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন। এখন নিজের দেশেও সমালোচনার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। ডেমোক্র্যাটরা তাঁর এই সিদ্ধান্তকে ‘খামখেয়ালি’ বলে দেগে দিয়েছে।
সামনেই প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রে। নভেম্বরের সেই ভোটের আগে ডেমোক্র্যাটদের তরফে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন বললেন, “হু-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্তের ফলে আমেরিকাবাসীর কোনও লাভ হবে না। উলটে আমারা একা হয়ে যাব। আমেরিকানরা তখনই নিরাপদ থাকবে যখন বিশ্বব্যাপী স্বাস্থ্যসুরক্ষার এই লড়াইয়ে তাঁরা সামিল হবে। আমি নির্বাচনে জিতে আসার পরে প্রথম দিনই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান করব।”
উল্লেখ্য, আমেরিকায় করোনা সংক্রমণ আর তার জেরে মৃত্যু বেড়েই চলেছে। শেষ পাওয়া হিসেব বলছে এখন বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু মার্কিন মুলুকেই। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে আমেরিকায়। একদিনে আক্রান্ত ৬০ হাজারের বেশি। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্ৰে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৩৬২ জনের। মোট আক্রান্ত ২৯ লক্ষ ৯১ হাজার ৩৫১।