
দ্য ওয়াল ব্যুরো: খোদ উপরাষ্ট্রপতির বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে গেলেন কংগ্রেসের দুই রাজ্যসভা সদস্য। তাঁদের নাম প্রতাপ সিং বাজওয়া এবং আমি হর্ষদ্বয় যাজ্ঞিক।
গত মাসের ২০ তারিখে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ইমপিচ করার প্রস্তাব রাজ্যসভায় পেশ করেন ৬৪ জন সাংসদ । এর মধ্যে কংগ্রেস ছাড়াও এনসিপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, মুসলিম লিগ, সিপিআই ও সিপিএমের সাংসদরা ছিলেন। প্রস্তাবে সই করেন প্রাক্তন সাত সাংসদও। যদিও মনমোহন সিংয়ের মতো কংগ্রেসের অনেক প্রবীণ নেতা সই করেননি।
রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সেই প্রস্তাব নাকচ করে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছিলেন দীপক মিশ্রের বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন।
বেঙ্কাইয়া আইন ভেঙেছেন বলে সেই সময় অভিযোগ করেছিল কংগ্রেস। প্রশান্ত ভূষণের মতো আইনজীবীও প্রশ্ন তুলেছিলেন সেই সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেছিলেন, রাজ্যসভায় সাংসদরা প্রধান বিচারপতিকে ইমপিচ করার প্রস্তাব দিলে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির কমিশন বসানোই নিয়ম। সেই কমিশন অভিযোগ খতিয়ে দেখবে।

কংগ্রেস সেই সময়েই বেঙ্কাইয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলেছিল।
কংগ্রেসের এই দুই রাজ্যসভা সাংসদের হয়ে মামলা লড়বেন কপিল সিবাল।