
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা বিজয় রাজকে শ্লীলতাহানির অপরাধে গ্রেফতার করা হল সোমবার। গোন্দিয়া পুলিশের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অতুল কুলকার্নি জানিয়েছেন, তাঁর এলাকায় একটি ছবির শ্যুটিংয়ের কাজে এসেছিলেন কলাকুশলীরা। শ্যুট হয়ে গেলে তাঁরা সকলে সেখানেই একটি হোটেলে একসঙ্গে ছিলেন। রাতেই ছবির এক ক্রু মেম্বারকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে অভিনেতা বিজয় রাজের বিরুদ্ধে। সোমবার সকালে মেয়েটি থানায় এসে নিজে সেকথা জানায়।
অভিযোগের ভিত্তিতেই তাঁকে সোমবার গ্রেফতার করেন গোন্দিয়া পুলিশ। ‘শেরনি’ ছবির শ্যুটিংয়ের জন্য তাঁরা গোন্দিয়াতে এসেছিলেন। বালাঘাটের এক জঙ্গলে এই ছবির শ্যুটিং চলছে বলে পুলিশ জানিয়েছেন। জানা গেছে, এই ছবির শ্যুটিংয়ের জন্য অভিনেত্রী বিদ্যা বালানও সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশের অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট অতুল কুলকার্নি জানান, “সোমবার রাতে মেয়েটি থানায় এসে নিজে মুখে ঘটনাটি বর্ণনা করেন। ছবির শ্যুটিংয়ের জন্য তারা সকলে এক হোটেলেই ছিলেন বলে জানিয়েছে। শ্যুটিংয়ের পর হোটেলেই এই ঘটনাটি ঘটে বলে জানান। সেইদিন রাতেই অভিনেতা বিজয় রাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন মেয়েটি। সেই ভিত্তিতেই আমরা তাঁর বিরুদ্ধে এফআইআর করি এবং সেই দিনই তাঁকে গ্রেফতার করি। পরে যদিও তাঁকে বেল দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে।”
তিনি এও জানান, “ঘটনাটি শোনার পরই তাঁকে আমরা গ্রেফতার করি। যদিও মিথ্যা অভিযোগ নয়। এই ঘটনার একজন সাক্ষী ছিলেন। তিনি নিজেও জানিয়েছেন অভিযোগটি মিথ্যা নয়।”
‘শেরনি’ ছবিটি পান্ধারকাওয়াড়ার এক বাঘকে কেন্দ্র করে বানানো হচ্ছে। ২০১৮ সালের ২ নভেম্বর এই বাঘটিকে গুলি করে মারা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই ছবিটি তৈরি হচ্ছে। ছবিতে ডিভিশনাল ফরেস্ট অফিসারের ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালান। ঘটনাটির সময় তিনি সেই হোটেলেই ছিলেন বলে জানা যাচ্ছে। যদিও এখনও অভিনেত্রী একবারও এই বিষয়ে মুখ খোলেননি।