
রাম মন্দিরের ভূমি পূজনের ক্ষণ স্থির করা জ্যোতিষীকে খুনের হুমকি, বাড়ল নিরাপত্তা
গত কয়েকদিন ধরেই তিনি ফোনে হুমকি পাচ্ছেন। সেটাও আবার এক-দু’জনের কাছ থেকে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নাকি তিনি হুমকি ফোন পাচ্ছেন। পুলিশকে তিনি সেই অভিযোগ জানানোর পরে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।
দ্য ওয়াল ব্যুরো: পণ্ডিত এন আর বিজয়েন্দ্র শর্মা। কর্নাটকের এই জ্যোতিষীই রাম মন্দিরের ভূমি পূজনের জন্য শুভ ক্ষণ নির্বাচন করেছেন। করোনা আবহে মন্দিরের ভূমি পূজন উৎসব নিয়ে বিতর্কের মধ্যে সেই জ্যোতিষীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই তিনি ফোনে হুমকি পাচ্ছেন। সেটাও আবার এক-দু’জনের কাছ থেকে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নাকি তিনি হুমকি ফোন পাচ্ছেন। পুলিশকে তিনি সেই অভিযোগ জানানোর পরে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।
আরও পড়ুন
বাড়ছে কোভিড সংক্রমণ, ধাক্কা খাচ্ছে অর্থনৈতিক পুনরুজ্জীবন
কর্নাটকের বেলগামিতে থাকেন পণ্ডিত এন আর বিজয়েন্দ্র শর্মা। দেশের প্রথম সারির ভবিষ্যতদ্রষ্টা হিসেবে তিনি বিখ্যাত। তাঁর গণনা মেনেই ৫ অগস্ট, বুধবার সকাল ১১টা নাগাদ রাম মন্দিরের ভূমি পূজন শুরু হওয়ার কথা। এখন সেই সময় স্থির করা পণ্ডিত দিনক্ষণ বদল করার দাবিতে চাপের মুখে। পণ্ডিত বিজয়েন্দ্র শর্মা জানিয়েছেন, ভূমি পূজনের দিনক্ষণ বদলে দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। যারা ফোন করছে তাদের দাবি, ভূমি পূজনের দিন পিছিয়ে দিতে হবে। যাদের ফোন তিনি পেয়েছেন তারা কেউই নাম বলেনি বলেও দাবি করেছেন তিনি। তবে এই খুনের হুমকিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন পণ্ডিত শর্মা। যদিও তিনি কর্নাটকের তিলকভাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর পরেই কর্নাটক পুলিশ তাঁর নিরাপত্তার জন্য একজন আধিকারিককে নিয়োগ করেছে। যেসব ফোন এসেছে সেই সব নম্বর ধরে ধরে শুরু হয়েছে তদন্ত।
শুধু জ্যোতিষী হিসেবেই নয়, ভাষাবিদ হিসেবেও খ্যাত পণ্ডিত এন আর বিজয়েন্দ্র শর্মা। মোট আটটি ভাষা জানেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট পণ্ডিত শর্মা। বিশ্ব হিন্দু পরিষদ এবং রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্ট গত ফেব্রুয়ারিতে এই ধর্মগুরুর কাছে রাম মন্দিরের ভূমি পূজনের দিনক্ষণ ঠিক করে দেওয়ার জন্য আবেদন জানায়। প্রথমে ঠিক ছিল এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার সময়ে ভূমি পূজন হবে। তেমনই ক্ষণ বাতলে দিয়েছিলেন পণ্ডিত শর্মা। কিন্তু মার্চ থেকেই শুরু হয়ে যাওয়া করোনা পরিস্থিতি ও লকডাউনের জন্য তখন ভূমি পূজন সম্ভব ছিল না। এরপর শ্রাবণ মাসে আরও চারটি দিন ২৯ জুলাই, ৩১ জুলাই, ১ অগস্ট এবং ৫ অগস্ট ঠিক করে দেন বিজয়েন্দ্র শর্মা।
শেষে সবদিক বিবেচনা করে ৩ অগস্ট থেকে ৫ অগস্ট রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে উৎসবের সময় স্থির হয়। আর ভূমি পূজনের সময় ঠিক হয় ৫ অগস্ট, বুধবার সকাল ১১টার পর কিন্তু ১২টার আগে। পণ্ডিত শর্মা জানিয়েছেন, বুধবার দুপুর ১২টার আগে পর্যন্ত ‘বাস্তু মুহূর্ত’ অর্থাৎ, ওই সময়ের মধ্যে ভূমি পূজন করলে তা শুভ। বেলা ১২ টার পরে রাহুকাল শুরু হয়ে যাবে।
পণ্ডিত বিজয়েন্দ্র শর্মার খ্যাতি অনেক পুরনো। দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং মোরারজি দেশাই তাঁরই পরামর্শ মেনে চলতেন। বাজপেয়ীকে শপথের ক্ষণ নির্বাচনও তিনিই করে দিয়েছিলেন তিনি। এবার তাঁর ঠিক করা ক্ষণ মেনেই হচ্ছে রাম মন্দির নির্মাণের সূচনা। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।