
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছিল ১৬ বছরের মেয়েটি। ক্ষোভে, লজ্জায়, ভয়ে নিজেকে আগুনে পুড়িয়ে শেষ করে দিল সে। বিহারের মুজফ্ফরপুরের এই ঘটনায় অভিযোগ উঠেছে, পরিবারের উপর চাপ দিয়ে দ্রুত দাহ করা হয়েছে মেয়েটিকে। পুলিশি তদন্তের অবকাশ রাখতে দেয়নি অভিযুক্তরা।
মেয়েটির বাবার অভিযোগ, জানুয়ারি মাসের ৩ তারিখে গ্রামেরই চার যুবক গণধর্ষণ করে মেয়েটিকে। তার ছবি এবং ভিডিও-ও করে রাখে তারা। অভিযোগ, ঘটনাটি জানাজানি হয়ে যায় এবং ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মানুষের হাতে। মেয়েটির বাবার দাবি, অভিযুক্ত চার জনের মধ্যে একজনের সঙ্গে তাঁর মেয়ের প্রমের সম্পর্কও ছিল। সেই বিভিন্ন অশ্লীল ফোটো ছড়িয়ে দেয় সকলের মধ্যে। নানারকম বিদ্রুপ শুনতে হয় তাকে। এর পরেই মেয়েটি ভেঙে পড়ে।
পুলিশ জানিয়েছে, নিজের ঘরে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয় মেয়েটি। কেউ কিছু বোঝার আগেই সব শেষ। দরজা ভেঙে উদ্ধার হয় তার দগ্ধ মৃতদেহ। অভিযোগ, পুলিশে খবর দেওয়ার আগেই মেয়েটিকে দাহ করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
এই ঘটনায় বুধবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।